Cricket

অনুষ্কার চোখে ধরা পড়লেন বিরাট – আগাম বার্তা খবর

নয়াদিল্লি: রবিবার ধরমশালায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচে থাবা বসিয়েছিল বৃষ্টি৷ হিমাচলপ্রদেশ ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজে বল গড়ানোর আগেই পরিত্যক্ত হয়েছে তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ৷ বাইশ গজে বিরতি পেয়ে ছবি তোলার মাতেন ক্যাপ্টেন কোহলি৷

সোমবার ইনস্টাগ্রামে নিজের ক্যানডিড ছবি পোস্ট করেন ভারত অধিনায়ক৷ ওয়াটার বডির ছবির ক্যাপশনে বিরাট লেখেন, “Caught in the moment”. ছবির ক্রেডিট দিয়েছে স্ত্রী অনুষ্কাকে৷ ছবিটি কোথায় তোলা হয়েছে, তা পরিষ্কার করেননি কোহলি৷ জলের পাশে সাদা টি-শার্ট গায়ে ছবিট তোলেন বিরাট৷ টি-শার্টে বাঁ-দিকে বুকের নিয়ে হার্ট-সেফের নিচে লেখা ‘A’৷

বিশ্বকাপের আগে থেকে বিরাটের ছায়াসঙ্গী অনুষ্কা৷ গত বছর অস্ট্রেলিয়া সফরেই ভারতীয় দলের সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি৷ অস্ট্রেলিয়া সফরের পর বিশ্বকাপেও বিরাটদের সফরসঙ্গী ছিলেন অনুষ্কা৷ এমনকী বিশ্বকাপের পর ক্যারিবিয়ান সফরেও অনুষ্কা ছিলেন টিম ইন্ডিয়ার ১৬তম সদস্য৷

বলিউড তারকা এখন নিজের ছবির থেকে বিরাটের বাইশ গজের লড়াই নিয়েই ব্যস্ত থাকেন৷ মাঠে যখন বিরাট খেলেন, তখন গ্যালারিতে উৎসাহ দিতে দেখা যায় অনুষ্কাকে৷ রবিবার অবশ্য বৃষ্টিতে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম ম্যাচই ভেস্তে যায়৷ প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়েই ঘরোয়া মরশুম শুরু করছে ভারত৷

Leave a Reply

Back to top button
Close