Cricket

অনুষ্কার টুইটের জবাব দিলেন সোনার মেয়ে হিমা – আগাম বার্তা খবর

নয়াদিল্লি: ইউরোপের মাটিতে ১৯ দিনে পাঁচটি প্রতিযোগিতায় ৫টি সোনা জিতেছেন হিমা দাস৷ ভারতের সোনার মেয়ের দুরন্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত সারা দেশ৷ হিমার পারফরম্যান্সে উল্লসিত দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী’র পাশাপাশি সোনার মেয়েকে সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর ও বলিউড কুইন অনুষ্কা শর্মাও৷

রাষ্ট্রপতি ১৯ বছরের স্প্রিন্টারকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ায়র অফিসিয়াল টুইটার পেজে লেখা হয়, ‘তিন সপ্তাহ, পাঁচটি সোনার পদক৷ তুমি অসাধারণ হিমা দাস৷ দৌড়তে থাকো, চমক ছড়াতে থাকো৷ এই সাফল্য যেন ২০২০ অলিম্পিক গেমসে আমাদের গৌরব এনে দেয়৷’

প্রধানমন্ত্রী নিজের অফিসিয়াল পেজে টুইট করে লেখেন, ‘গত কয়েকদিনে হিমা দাসের অভূতপূর্ব সাফল্যে সারা দেশ গর্বিত৷ বিভিন্ন প্রতিযোগিতা থেকে ও পাঁচটি সোনার পদক দেশে আনায় সবাই অত্যন্ত আনন্দিত৷ অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা৷’

হিমাকে গ্লোডেন গ্লার্ল সম্বোধন করে অনুষ্কা টুইটে লেখেন, ‘১৯ দিন – ৫টি সোনা – ১ সোনার মেয়ে! অভিনন্দন হিমা দাস! তুমি উদাহরণের উদারণ৷ তোমার শক্তি ও একাগ্রতা আগামী প্রজন্মের মেয়েদের অনুপ্রেরণা৷’ জবাবে অনুষ্কাকে টুইটে হিমা লেখেন, ‘ধন্যবাদ অনুষ্কা শর্মা। আমি আপনার বড় ভক্ত।’

ইউরোপে হিমার সোনার যাত্রা শুরু হয়েছিল ২ জুলাই৷ আর শেষ ২১ জুলাই রবিবর৷ প্রথম রেস ২ জুলাই, পোল্যান্ডের পোজনান গ্রাঁ প্রিতে ২০০ মিটারে হিমা সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ড। এরপর ৮ জুলাই, দ্বিতীয় সোনা জেতেন ২০০ মিটারে পোল্যান্ডের কুতনো অ্যাথলেটিক্স মিটে। সময় করেন ২৩.৯৭ সেকেন্ড। তৃতীয় সোনা ১৩ জুলাই, ২০০ মিটারেই ক্লাদনো অ্যাথলেটিক্স মিটে৷ সময় নিয়েছিলেন ২৩.৪৩ সেকেন্ড৷ আর বুধবার চতুর্থ সোনা জয়ের ক্ষেত্রে হিমা সময় নিয়েছিলেন ২৩.২৫ সেকেন্ড।

ওডিশার সোনার মেয়ের পঞ্চম সোনাটি আসে রবিবার। প্রাগে হিমা তাঁর ৪০০ মিটার দৌঁড় শেষ করেছেন ৫২.০৯ সেকেন্ডে। ৪০০ মিটারে হিমার ব্যক্তিগত সেরা সময় ৫০.৭৯ সেকেন্ড। গত বছর এশিয়ান গেমসে এই সময় করেছিলেন হিমা।

Leave a Reply

Back to top button
Close