Economy

এক ছাদের নিচে মিলবে বিডা-বেজা-এনএসডির সেবা

অধিকতর বিনিয়োগ সেবা প্রদানের লক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ ইনভেস্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ভবনেই মিলবে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডি) সেবা।
বৃহস্পতিবার (১০ জুন) সকালে নবনির্মিত বিডা ভবনে এ লক্ষ্যে বিডার সঙ্গে বেজা ও এনএসডির সঙ্গে ফ্লোর ভাড়া সংক্রান্ত চূড়ান্ত চুক্তিপত্র সই হয়।
বিডা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে চুক্তিপত্র সই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
বিডা ভবনের ৮ম, ৯ম ও ১০ম তলা বেজা এবং ১১ ও ১২তম তলা এনএসডিকে ভাড়া প্রদানের নিমিত্তে ১০ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর প্রস্তাবে সম্মত হয়ে বিডা ভবনের নাম বিনিয়োগ ভবন করার কথা বলেন বিডা চেয়ারম্যান সিরজুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের সবার যেহেতু বিনিয়োগ নিয়েই কাজ, সেহেতু বিনিয়োগ ভবন নাম করণে কোনো আপত্তি থাকতে পারে না।’
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেন, ‘বিনিয়োগ বিকাশের জন্য বিডা, বেজা, এনএসডি একই ধরনের কাজ করে আসছে। এখন তিনটি অফিস একই ভবনে আসায় বিনিয়োগ সেবা আরও দ্রুত ও সহজেই প্রদান করা যাবে।’
এসময় এনএসডির নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা বিডা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘একই ভবনে কাজ করা হবে সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ।’
বিডার উপ-পরিচালক উম্মে রোমানা তোয়া অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বলেন, ‘এক একর জমির উপরে ১৯৮ কোটি টাকা ব্যয়ে ১২তলা বিশিষ্ট বিডা ভবন নির্মাণ করা হয়। ২০১৯ সালে অধিকতর বিনিয়োগ বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বেজা ও এনএসডিকে ফ্লোর বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।’
বিডা-বেজা চুক্তিতে বিডার পক্ষে স্বাক্ষর করেন বিডার সচিব ড. আব্দুল হামিদ, বেজার পক্ষে বেজার সচিব (যুগ্ম-সচিব) মো. শোয়েব এবং বিডা-এনএসডি চুক্তিতে বিডার পক্ষে স্বাক্ষর করেন বিডার সচিব ড. আব্দুল হামিদ ও এনএসডির পক্ষে এনএসডির সচিব (যুগ্ম-সচিব) মো. নুরুল আমিন। এসময় বিডা, বেজা ও এনএসডির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসএম/ইএ/জিকেএস

সূত্রঃ jagonews24.com

Back to top button