Bangladesh

করোনা আক্রান্ত মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাদর

আন্তর্জাতিক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর। খবর বিবিসি’র।

এক টুইট বার্তায় ৬৭ বছর বয়সী এই প্রেসিডেন্ট নিজেই এ তথ্য জানিয়েছেন।

ওব্রাদর জানান, তার মৃদু উপসর্গ রয়েছে। ভাইরাস ধরা পড়ার পরও তিনি ‘আশাবাদী’।

মেক্সিকোয় করোনাভাইরাসের সংক্রমণ দিনদিন বাড়ছেই। এরই মধ্যে এতে দেশটিতে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।

প্রেসিডেন্ট জানান, বাসা থেকে দাপ্তরিক কার্য সম্পাদন করবেন তিনি। টিকা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলাপ করবেন।

এর আগে রবিবার ঘোষণা দেওয়া হয়, সোমবার পুতিনের সঙ্গে ওব্রাদরের এক বৈঠক রয়েছে। এতে দুই দেশের পারষ্পারিক সম্পর্ক এবং টিকা নিয়েও কথা হবে।

জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা লোজ লুইস অ্যালোমিয়া জিগারা জানিয়েছেন, প্রেসিডেন্টের শারীরিক অবস্থা স্থিতিশীল। একটি মেডিকেল টিম তার দেখাশুনা করছে।

সূত্রঃ zoombangla

Back to top button