Cricket

জয় দিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু অস্ট্রেলিয়ার – আগাম বার্তা খবর

বার্মিংহ্যাম: বিশ্বকাপ জয়ের গন্ধ এখনও গায়ে লেগে রয়েছে ইংরেজ ক্রিকেটারদের৷ কিন্তু এর মধ্যেই ঘরের মাঠে ঐতিহ্যের অ্যাশেজে দুরমুশ হল ইংল্যান্ড৷ প্রথম ইনিংসে ৯০ রানে পিছিয়ে পড়েও রবিবার এজবাস্টনে জয়ের সম্ভাবনা তৈরি করল অস্ট্রেলিয়া৷ ইংল্যান্ডকে ২৫১ রানে হারিয়ে অ্যাশেজ সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷ সেই সঙ্গে জয় দিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়শিপ শুরু কর অজিবাহিনী৷

প্রাক্তন ক্যাপ্টেন স্টিভ স্মিথের জোড়া সেঞ্চুরিতে আগেই জয়ের গন্ধ পেয়েছিল অস্ট্রেলিয়া৷ ইংল্যান্ডের কাছে ৩৯৮ রান তাড়া করে জয় অসম্ভব না-হলেও কাজটা যে কত কঠিন, তা ভালো করেই জানতেন জো রুটরা৷ কারণ এই রান তাড়া করে জিতলে তা হত অ্যাশেজের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়৷ এর আগে ১৯৪৮ সালে ৪০৪ রান তাড়া করে ম্যাচ জয় অ্যাশেজ টেস্ট জিতেছিল অস্ট্রেলিয়া৷

কিন্তু এদিন ৩৯৮ রান তাড়া করে ১৪৬ রানে শেষ হয়ে যায় ইংল্যান্ড ইনিংস৷ প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ররি বার্নস এদিন মাত্র ১১ রানে প্যাভিলিয়নে ফেরেন৷ অন্য ওপেনার জেসন রয় ফেরেন মাত্র ২৮ রান৷ তার পর জো রুট ও জো ডেনলিও লাঞ্চের আগে প্যাভিলিয়নের রাস্তা ধরেন৷ অর্থাৎ লাঞ্চের আগে ৮৫ রানে চার উইকেট হারায় ইংল্যান্ড৷ এর পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংরেজ ব্যাটিং৷

নাথন লায়নের অফ-স্পিনের সামনে অসহায় আত্মসমপর্ণ করে ইংল্যান্ড৷ ২০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৪৯ রান খরচ করে ৬টি উইকেট তুলে নেয় লায়ন৷ বাকি চারটি উইকেট তুলে নেন পেসার প্যাট কামিন্স৷ ২৫১ রানে টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া৷ গত ১৮ বছরে এজবাস্টনে প্রথম জয় অজিদের৷

অজিদের জয়ের নায়ক স্মিথ৷ প্রথম ইনিংসে ১৪৪ এবং দ্বিতীয় ইনিংস ১৪২ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলেন প্রাক্তন অজি অধিনায়ক৷ পঞ্চম ব্যাটসম্যান হিসেবে একই অ্যাশেজ টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার নজির গড়েন স্মিথ। অ্যাশেজে এটি তাঁর দশম শতরান। টেস্ট কেরিয়ারে ২৫ নম্বর সেঞ্চুরি করে স্মিথ ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি ও ইনজামাম-উল-হককে। স্যান্ডপেপার গেট কান্ডে এক বছরের নির্বাাসন কাটিয়ে এজবাস্টনেই প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন স্মিথ৷ নির্বাসিত স্মিথ মাঠে নেমেই জোড়া সেঞ্চুরি করে ‘জবাব’ দেন সমালোচকদের৷ তিনি ছাড়াও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন অজি উইকেটকিপার ব্যাটসম্যান ম্যাথু ওয়েড।

Leave a Reply

Back to top button
Close