Bangladesh

ঢাবি অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার বিষয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের চলমান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার বিষয়ে বুধবার বিকালে এক জরুরি বৈঠক এ সিদ্ধান্ত হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আগে সন্ধ্যা ৬টায় জরুরি সভার কথা বলা হলেও দুপুরেই এ সভা শুরু হয়।

সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল এবং আজকের পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সূত্রঃ zoombangla

Back to top button