Bangladesh

দেশে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

ফাইল ছবি প্রাণঘাতি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৮৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার (১০ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৮১ জনের দেহে। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬২ হাজার ৩৫৯ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৩৫৫ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৩৬ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৯৯ জন। মোট সুস্থ ১৫ লাখ ২৩ হাজার ৮৩৩ জন।

এর আগে শনিবার (৯ অক্টোবর) সারা দেশে করোনায় মারা যান আরও ২০ জন। এছাড়া করোনা শনাক্ত হয়েছে আরও ৪১৫ জনের দেহে।

এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার (১০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। এ সময় মৃত্যু হয়েছে ৫ হাজার ৫০৬ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৫৪৬ জন।

এর আগে শনিবার (৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু হয়েছিল ৭ হাজার ৪৭৭ জনের, শনাক্ত ৪ লাখ ৪০ হাজার ২০ জন।

এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৬২ হাজার ৮০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার ৭১২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৫৪ লাখ ৮০ হাজার ৯৪৫ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

সূত্রঃ zoombangla

Back to top button