Bangladesh

দেশে বাড়লো করোনায় মৃতের সংখ্যা, নতুন শনাক্ত ১৯০৮

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ হাজার ৫৮০ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯০৮ জনের দেহে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ২০৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৫ হাজার ৮৮৫ জন। আর গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭১৮টি। এছাড়া এদিন ১৪ হাজার ১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে গতকাল শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ২০ জনের। শনাক্ত করা হয়েছিল দুই হাজার ২৭৩ জন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত ৮ মার্চ। আর প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু হয়।

সূত্রঃ zoombangla

Back to top button