Cricket

পন্তকে শুভেচ্ছা ও ধাওয়ানের জন্য দুঃখপ্রকাশ সচিনের – আগাম বার্তা খবর

সাউদাম্পটন: বুধবারই শিখর ধাওয়ানের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে৷ আঙুলের চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার৷ ধাওয়ানের পরিবর্ত হিসেবে দলে ঢুকেছেন ঋষভ পন্ত৷ শিখরের জন্য দুঃখপ্রকাশ করে পন্তকে শুভেচ্ছা জানিয়েছেন সচিন রমেশ তেন্ডুলকর৷

বিশ্বকাপে ভারতীয় দলে ধাওয়ানের ‘আউট’ ও পন্তের ‘ইন’ হওয়া নিয়ে বৃহস্পতিবার টুইটারে সচিন লেখেন, ‘শিখর তোমার কষ্টটা বুঝতে পারছি৷ দারুণ খেলছিলে কিন্তু হঠাৎই চোট পেয়ে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া সত্যিই হার্টব্রেকিং৷ আমি নিশ্চিত তুমি আরও শক্তিশালী হয়ে ফিরবে৷ ঋষভ তুমিও ভালো খেলছো৷ সুতরাং নিজেকে প্রমাণ করার জন্য এর থেকে বড় প্লাটফর্ম আর পাবে না৷ শুভেচ্ছা রইল!’

কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করার পথে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ধাওয়ান৷ চিকিৎসকরা তাঁকে অন্তত ২১ দিন বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছিলেন৷ আঙুলের স্ক্যান করা হলে বছর তেত্রিশের এই বাঁ-হাতি ওপেনারের আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। ফলে আঙুলে প্লাস্টারও হয়৷ সপ্তাহ তিনেক পর ধাওয়ানের মাঠে ফেরার আশায় তাঁকে দলের সঙ্গে রেখে দেওয়া হয়৷ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায় জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত ধাওয়ানের খেলার কোনও সম্ভাবনা নেই৷ সুতরাং বুধবারই বাঁ-হাতি ওপেনারকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেন বোর্ড৷

ওভালে ম্যাচের শুরুতেই প্যাট কামিন্সের বলে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন ধাওয়ান৷ তীব্র যন্ত্রণা নিয়েও দুরন্ত সেঞ্চুরি করেছিলেন বিরাটের দলের এই বাঁ-হাতি ওপেনার৷ ১০৯ বলে ১১৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ‘গব্বর’৷ হাতে যন্ত্রণা নিয়েই ১৬টি বাউন্ডারি হাঁকিয়েছিলেন তিনি৷ এই অবস্থায় ৩৭ ওভার ব্যাটিং করে ভারতীয় ইনিংসকে শিখরে তুলেছিলেন ধাওয়ান৷

ধাওয়ানের ‘কভার’ হিসেবে আগেই ঋষভ পন্তকে ইংল্যান্ডে উড়িয়ে আনে ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ নিউজিল্যান্ড ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেন দিল্লির এই উইকেটকিপার ব্যাটসম্যান৷ দলের সঙ্গে প্র্যাকটিসও করেন পন্ত৷ তবে সরকারিভাবে তিনি ভারতীয় দলের সদস্য ছিলেন না৷ কিন্তু বুধবার বিসিসিআই ধাওয়ানের পরিবর্ত হিসেবে পন্তের নাম আইসিসি-কে পাঠায়৷ আইসিসিও ভারতীয় বোর্ডের আবেদনে সাড়া দিয়ে পন্তের নামে সম্মতি দেয়৷ অর্থাৎ শনিবার সাউদাম্পটনে আফগান ম্যাচ থেকেই ভারতীয় একাদশে পন্তের নাম বিবেচনাযোগ্য৷

বিশ্বকাপে এখনও পর্যন্ত অপরাজিত ভারত৷ চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে কোহলি অ্যান্ড কোং৷ আর বৃষ্টির জন্য একটি ম্যাচ পরিত্যক্ত হয়৷ চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে চার নম্বরে থেকে আফগানদের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া৷

Leave a Reply

Back to top button
Close