পাসপোর্ট করতে এসে ধরা খেলেন রোহিঙ্গা তরুণী
: নারায়ণগঞ্জের ফতুল্লায় রোহিঙ্গা তরুণীসহ পাসপোর্ট দালাল সুমনকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর সদস্যরা। মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার রঘুনাথপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, একটি ভুয়া জন্মনিবন্ধন, একটি পাসপোর্টের আবেদন ফরম ও একটি মোবাইল উদ্ধার করা হয়।
বুধবার বিকালে আদমজীনগর সিপিএসসি, র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, মিথ্যা পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরি চেষ্টার অভিযোগে রোহিঙ্গা তরুণী নূরতাজ (১৮) ও পাসপোর্ট দালাল মো. সুমনকে (৩২) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত সুমনের বাড়ি বরিশাল জেলার গৌরনদী থানাধীন বাসুদিপাড়া ও নুরতাজ দীর্ঘদিন ধরে ঢাকার সবুজবাগ এলাকায় বসবাস করে আসছে।
সূত্রঃ zoombangla