Bangladesh

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

: টিকা নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান।

মঙ্গলবার (২০ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এন্টিজেন টেস্ট করার পর বিষয়টি নিশ্চিত হন তিনি। পরে পিসিআর ল্যাব থেকেও তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া। দ্রুত সুস্থতার জন্য জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, করোনা মহামারির শুরুর পর থেকে গত দেড় বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ৯টি উপজেলার এ প্রান্ত থেকে ওই প্রান্ত জনগণের কাছে ছুটে গেছেন। সঠিকভাবে সরকারি ত্রাণ যেন জনগণের দোরগোড়ায় পৌঁছে সে জন্যে তিনি সরেজমিনে ঘুরে বেড়িয়েছেন। সাধারণ মানুষের সংস্পর্শে গিয়েছেন। পাশাপাশি গৃহহীনদের জন্যে প্রধানমন্ত্রীর উপহারের ঘর যেন যথাযথ নিয়মে হয় সেই বিষয়টি নিশ্চিত করতে তিনি জেলার বিভিন্ন স্থানে ছুটে গেছেন।

বর্তমানে তিনি তার নিজ বাসভবনের একটি কক্ষে হোম আইসোলোশনে আছেন। তবে এখন পর্যন্ত জটিল কোনো উপসর্গ নেই। উনার পরিবারের একাধিক সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলেও জানা গেছে।

সূত্রঃ zoombangla

Back to top button