International

ভয়াবহ বন্যা ও ধসে ভাঙল ৫০ টি বাড়ি, মৃত ৮

লা পাজ: ভয়াবহ বন্যা ও ধসে মৃত কমপক্ষে ৮ জন। মঙ্গলবার এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে বলিভিয়ার উত্তর ও পশ্চিমাংশে।
জানা গিয়েছে, প্রবল বৃষ্টিপাতের ফলে ওই দেশের লা পাজ, সান্তা ক্রুজ, পোটোসি, বেনি, কোচাবাম্বা এবং ত্রিজা ইত্যাদি নদীতে জল উপচে পড়েছে। ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়েছে প্রায় ২৫০ পরিবার।
বলিভিয়ার সংবাদ মাধ্যম সূত্রে খবর, মাটি ধসে ক্ষতি হয়েছে কমপক্ষে ৫০ টি বাড়ির। ধসে ভেঙে পড়ার পরেও রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে বাসিন্দারা নিজেদের নানান মূল্যবান দ্রব্যের খোঁজে ওই ভাঙা বাড়িতেই প্রবেশ করেছিল।

ইকুয়েডর সীমান্তের নিকটবর্তী লিমা শহর থেকে উত্তরের ১০১৭ কিলোমিটার উত্তরে টুম্বেসে ভয়ঙ্কর বৃষ্টিপাত হয়েছিল। এই বৃষ্টিতে প্রচুর মাঠ ডুবে যায়। এমনকি বেশ কয়কটি নদীও ফুলে ফেঁপে ওঠে।
জুনিনের এক বাসিন্দা অভিযোগ করেন, ব্যাপক ঝড়ের সময় জরুরি বিভাগের কর্মীদের কোনও খোঁজ পাওয়া যায়নি। বিশেষ করে ঝড় যখন ভয়ঙ্কর আকার ধারণ করে, তখন খোঁজ মেলেনি কারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close