Bangladesh

মৃত ২০০ জনের মধ্যে ১৫০ জনই ঢাকা, খুলনা ও চট্টগ্রামের

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২০০ জনের মৃত্যু হয়েছে। এতে নতুন শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৭৯ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৩১ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছেন ১৮ হাজার ৩২৫ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ২৮ হাজার ৮৮৯ জনের।

এই সময়ে করোনায় মারা যাওয়া ২০০ জনের মধ্যে ৫১ জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনায় ৫০ জন, চট্টগ্রামে ৪৯, রাজশাহীতে ১২, বরিশালে ৭, সিলেটে ১১, রংপুরে ১২ এবং ময়মনসিংহে ৮ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (১৯ জুলাই সকাল ৮টা থেকে ২০ জুলাই সকাল ৮টা পর্যন্ত) নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০ হাজার ৯৮২ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৯ হাজার ৫১০ টি। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৩৯ হাজার ৯০৯টি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। গত ২৭ জুন থেকে করোনায় মৃত্যুর সংখ্যা একশ’র উপরে।

সূত্রঃ zoombangla

Back to top button