Cricket

সিনেমায় মেয়ের সাথে ‘ফ্লার্ট’ করতে নারাজ সাইফ আলী খান!

বিনোদন ডেস্ক : ‘জওয়ানি জানেমন’ নামের একটি ছবিতে কাজ করছেন বলিউড তারকা সাইফ আলী খান। এই ছবিতে বাবার সঙ্গে পর্দায় আসার কথা ছিল অভিনেত্রী সারা আলী খানের। কিন্তু চরিত্রটি শেষ পর্যন্ত সারা করতে পারেননি।

জানা যায়, এই ছবির গল্পের কারণেই বাবা-মেয়ের একসঙ্গে কাজ করা হয়নি। একটি নির্দিষ্ট দৃশ্যের কারণে দুজনের একত্রে অভিনয় সম্ভব হচ্ছে না। ছবিতে সাইফের চরিত্রটি পঞ্চাশ ছুঁইছুঁই এক ব্যাচেলরের। পার্টি-ফুর্তি করেই যার জীবন কাটে। ঘটনাক্রমে এক মেয়ের সঙ্গে দেখা হয় সাইফের। প্রথমে অভিনেতা জানতে পারেন না যে, এই মেয়েটিই তার সন্তান। স্বভাববশত ‘ফ্লার্ট’ করে বসেন তার সঙ্গে। এক সময় জানা যাবে তাদের সম্পর্ক বাবা-মেয়ের।
ছবিতে যথেষ্ট কমিক আছে। কিন্তু মেয়ের সঙ্গে এ রকম দৃশ্য করতে নারাজ সাইফ। তাই সারাকে তিনি এই চরিত্রে কাজ না করার পরামর্শ দেন। সারাও মেনে নেন। ছবির অন্য প্রযোজকরাও সাইফের যুক্তি মেনে নেন। এই ছবিতে আরও একটি চরিত্রে মাধুরী দীক্ষিতের কাজ করার কথা ছিল। ছোটখাটো চরিত্র থাকায় তিনি কাজ করতে রাজী হননি বলে জানা গেছে। পরে সেখানে আসেন তব্বু।

জুমবাংলা/এসএম/

শেয়ার করুন

Leave a Reply

Back to top button
Close