Bangladesh

সিলেটে একদিনে করোনায় আক্রান্ত ১৪২ জন

প্রতীকী ছবি

সিলেটে গত একদিনে মহামারি করোনা ভাইরাসে ২ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৪২ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত একদিনে করোনাক্রান্ত হয়ে সিলেট বিভাগে ২জনের মৃত্যু হয়েছে, মৃত দু’জনেই সিলেট জেলার বাসিন্দা।এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকের সংখ্যা মোট ২৯৫ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সিলেট জেলার ২২৭ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৪ জন।

সূত্রঃ zoombangla

Back to top button