Bangladesh

সিলেট বিভাগে একদিনে করোনায় আক্রান্ত থেকে সুস্থতা বেড়েছে

প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত একদিনে করোনায় আগের তুলনায় আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বাড়ছে।

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের মধ্যে মহামারি করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ১৫৩ জন, যাহা আগের দিনের তুলনায় আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসময় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৭ জন ও ১ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে শুক্রবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্থ হয়ে উঠা ১৫৩ জনের মধ্যে সিলেট জেলার ১০৮,হবিগঞ্জের ১৪ ও মৌলভীবাজার জেলার ৩১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হওয়া সংখ্যা ১৭ হাজার ২৯৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৯৭৬,সুনামগঞ্জের ২ হাজার ৫৫৪,হবিগঞ্জের ১ হাজার ৮৬৭ মৌলভীবাজার জেলার ২ হাজার জন রয়েছেন।

সূত্রঃ zoombangla

Back to top button