Cricket

স্ত্রীকে নিয়ে প্রথমবারের মতো ওমরাহ পালন করলেন ক্রিকেটার আরিফুল

স্পোর্টস ডেস্ক : আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলে থাকা ক্রিকেটাররা। কিন্তু জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের কোনো ক্রিকেটীয় ব্যস্ততা নেই। ঘরোয়া ক্রিকেটে তেমন কোনো ম্যাচ না থাকায় নিজেদের মতো সময় কাটাচ্ছেন তারা।

এই সুযোগে স্ত্রীকে নিয়ে সৌদি আরব ছুটে গেছেন আরিফুল হক। সেখানে সস্ত্রীক ওমরাহ পালন করেছেন জাতীয় দলের এই ব্যাটিং অলরাউন্ডার। এটাই তাদের প্রথমবারের মতো ওমরাহ পালন।

স্বামীর সঙ্গে প্রথমবারের মতো ওমরাহ পালন করার খবরটি জানিয়েছেন আরিফুলের স্ত্রী সিফাত তাসনিম। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সেলফি পোস্ট করেছেন তিনি।

ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে আরিফুল-পত্নীর পোস্ট করা সেলফিতে দেখা যায়, স্বামীর সঙ্গে মক্কায় পবিত্র কাবা শরিফের সামনে দাঁড়িয়ে আছেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা একসঙ্গে আমাদের প্রথম ওমরাহ সম্পন্ন করেছি। এই স্থান একটি স্বর্গ এবং এটা অসাধারণ। এই সুন্দর আমন্ত্রণের জন্য আল্লাহ আপনাকে ধন্যবাদ। প্রত্যেক মুসলমান যেন এই পবিত্র স্থানটি ভ্রমণ করার সুযোগ পায়। আমিন।’

আগাম বার্তা/এসওআর

Leave a Reply

Back to top button
Close