Economy

৮ কোম্পানি স্পট মার্কেটে লেনদেন করবে রোববার

শেয়ারবাজার ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানি স্পট মার্কেটে লেনদেন করবে রোববার । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো: ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফু-ওয়াং সিরামিক, অ্যারামিট সিমেন্ট, বারাকা পাওয়ার, আর্গন ডেনিমস, ফু-ওয়াং ফুড, জেনারেশন নেক্সট ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

জানা গেছে, আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার কোম্পানিগুলোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এর আগের দুই কার্যদিবস অর্থাৎ ২২ ও ২৩ নভেম্বর স্পট মার্কেটে হবে এসব কোম্পানিগুলোর শেয়ার লেনদেন। আর রেকর্ড ডেটের কারণে আগামী ২৪ নভেম্বর, মঙ্গলবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো।

অ্যারামিট সিমেন্ট ও জেনারেশন নেক্সটের রেকর্ড ডেট ২৫ নভেম্বর, বুধবার। রেকর্ড ডেটের কারণে ওইদিন লেনদেন স্থগিত রাখবে কোম্পানি ২টি।

শেয়ারবাজার নিউজ/এন

সূত্রঃ sharebazarnews.com

Back to top button