Life Style

Cadbury’s modern twist: চকোলেটের নয়া বিজ্ঞাপন ভাঙল লিঙ্গবৈষম্যর বেড়াজাল! অতীত স্মৃতি উসকে ভাইরাল ভিডিও

আট থেকে আশি- জনপ্রিয় ক্যাডপ্রিয় সংস্থার নব্বই দশকের একটি বিজ্ঞাপন আজও প্রচলিত ছিল স্মৃতিতে। সেই সুর এখনও কানে ভেসে ওঠে অনেকেরই। সেই বিজ্ঞাপনে দেখা যেত একটি ক্রিকেট ম্যাচের দৃশ্য। ক্রিকেটারের সেই খেলা দেখে ক্যাডবেরির বাইট খেয়েই মাঠে নেমে যান এক সুন্দরী। সেই মুহুর্ত টিভির পর্দায় ভেসে উঠলেই খুশি হত দর্শক মনও। 
এবার সেই পুরনো নস্টালজিয়াকেই ফেরত আনল ক্যাডবেরি। নেটিজেনরা অবশ্য বলছে ‘ওল্ড ওয়াইন ইন আ নিউ বটল’। ক্যাডবেরির নয়া বিজ্ঞাপনে ভাঙল লিঙ্গবৈষম্যের সব বেড়াজাল। এবারের সেই বিজ্ঞাপন কেবল বিজ্ঞাপন রইল না, বার্তাবাহকও হয়ে উঠেছে বলেই মত নেটিজেনদের।

আরও পড়ুন, Gossip Queen: আপনি কি সকলের আড়ালে পরনিন্দা ও পরচর্চা করেন? গসিপ করলেই মন ভাল থাকবে, জানাচ্ছেন বিশেষজ্ঞরা

কী রয়েছে নতুন এই বিজ্ঞাপনে?
চকলেটি স্বাদে মজিয়ে দেওয়া হল নারী-পুরুষের ভেদাভেদের মুখোরোচক তরজা। নতুন বিজ্ঞাপনে দৃশ্য একই। চলছে ক্রিকেট ম্যাচ। তবে ম্যাচ খেলছেন মেয়েরা। মহিলা ক্রিকেট দলের সেই খেলার উত্তেজনা ধরা পড়ছে এক পুরুষ ফ্যানের মুখে। যার হাতে ধরা একটি ডেয়ারি মিল্ক। মহিলা ক্রিকেটার ব্যাটের শটে বল তুললেন আকাশে। ফিল্ডার ক্যাচ লুফতে প্রস্তুত থাকলেও শটের দাপটে বল পড়ল বাউন্ডারির বাইরে। পুরনো বিজ্ঞাপনের ধাঁচেই নাচতে নাচতে মাঠে ঢুকে পড়লেন ওই যুবক। হাতে ডেয়ারি মিল্ক।

ফ্রেম, শট, হুবহু এক! বদল কেবল ভাবনায়। হাতরাস, নির্ভয়াকাণ্ডে যখন উত্তাল হয়েছে দেশ সেই প্রেক্ষাপটে এই বিজ্ঞাপনী ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন নেটমহলের অনেকেই। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Back to top button